নভেম্বর ১৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি পাঁচশ কোটি টাকা সংগ্রহ করতে চায়। গতকাল শনিবার (০৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

এসএস স্টিলের ইস্যুকৃত এ বন্ডটি হবে একটি ৭ বছর মেয়াদী আন-সিকিউরড, কনভার্টিবল বা রিডিমেবল কুপন বিয়ারিং বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা হবে।

উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ এবং বিদ্যমান বিএমআরই প্রকল্পের আধুনিকীকরণ, পুনর্বাসন, এবং সম্প্রসারণ করবে।

বিএসইসির অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...