জানুয়ারি ২২, ২০২৫

রাজধানীর বনানী এলাকার বিআরটি ভবনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জিদান (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোররাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোশারফ জানান, মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে বিআরটি ভবনের সামনে একটি মোটরসাইকেলে করে দুই যুবক ফ্লাইওভারে উঠছিল। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান জিদান নামের ওই যুবক আর বেঁচে নেই।

অপর যুবক গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ ভোরের দিকে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে ভর্তি দেওয়া হয়েছে। আমরা আহত যুবকের কাছ থেকে জানতে পারি যিনি মারা গেছেন তার নাম জিদান। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...