নভেম্বর ২৩, ২০২৪

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

অন্যদিকে উপকূলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসের চাপ এবং নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপটি আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় পায়রা সমুদ্র বন্দরে থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিলো। এটি সন্ধ্যা নাগাদ পটুয়াখালীর (খেপুপাড়া) কলাপাড়ার নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তাই পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ আমাদের খেপুপাড়ার নিকট দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এ ধারা আরও বাড়তে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...