ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে (বিএসএমএইচটিপি) জমি বরাদ্দ নিয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

তথ্য মতে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এ জমি বরাদ্দ নিয়েছে এডিএন টেলিকম। গতকাল (১৬ এপ্রিল) কোম্পানিটি জমির ইজারা সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন করেছে।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা বিকাশের জন্য এডিএন টেলিকমকে প্রায় ১ দশমিক ৭৫ একর বা সাত হাজার ৯৫ বর্গ মিটারের একটি অংশ ৪০ বছরের জন্য ইজারা দেওয়া হয়। যার প্রতি বর্গমিটারের ভাড়া দেড় ডলার। ফলে আগামী ১০ বছরে কোম্পানিটির জমির ইজারা ভাড়া বাবদ দশ হাজার ৬৪২ ডলার ব্যয় হবে।

কোম্পানিটি জানায়, প্রথম দশ বছরের পরবর্তী ৩ বছর পরপর সিলেটের বঙ্গবন্ধু হাইটেক পার্কে বরাদ্দকৃত জমির ইজারা ভাড়া সর্বোচ্চ ১০ শতাংশ বাড়বে।

পুঁজিবাজারে ২০১৯ সালে তালিকাভুক্ত এডিএন টেলিকম বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত মার্চ পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে এডিএন টেলিকমের মোট শেয়ারের সংখ্যা ৬ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৬৬৬। এর মধ্যে ৪৩ দশমিক ৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৭৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৯৯ শতাংশ শেয়ার আছে। বাকি ৩৭ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...