টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ঈদকে কেন্দ্র করে পরিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টোলের এ তথ্য জানান।
সেতু কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, উত্তরবঙ্গের ২৩ জেলার পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে। সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০টি পরিবহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গ গেছে ২৪ হাজার ৮১৭টি পরিবহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯শ। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি।
এদিকে এর আগের দিন বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।