ডিসেম্বর ২৬, ২০২৪

যমুনা নদীতে নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি হুয়াইয়ন হোপ। আজ সোমবার (১৪ আগস্ট) বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের সঙ্গে সঙ্গেই এসব নির্মাণ সামগ্রী নৌযানে (বার্জ) করে নদীপথে নেওয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেল সেতুর ডিপোতে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম ভি উহুইউন এইচপোই। জাহাজটি আজ বন্দরে ভিড়েছে।

জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর এক হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী) এসেছে।

তিনি জানান, দুপুর ১টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজটির সব মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন।

এর আগে ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে জাহাজটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...