জানুয়ারি ২২, ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে অবস্থিত কনস্ট্রাকশন ওয়্যার হাউসের গুদামে হঠাৎ আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে টানেল কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং বঙ্গবন্ধু টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।

টানেল কর্তৃপক্ষের উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু মূল টানেলের বাইরে আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যার হাউসের পরিত্যক্ত গুদামে দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিছু কাঠ ও কিছু পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...