জানুয়ারি ২৩, ২০২৫

বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ফাইন মন্ডল। তিনি বগুড়া সদরের চার মাথা এলাকার বাসিন্দা ও মোটর শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন পর্যন্ত নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস ও প্রাইভেট কার সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজন পরিবহন নেতা ছিলেন। আরও একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...