জানুয়ারি ২, ২০২৫

বগুড়া জেলায় ১০টি ফসলের জন্য কৃষকদের প্রায় সাড়ে ৫ কোটি টাকার উপকরণ প্রণোদনা দেয়া হচ্ছে। প্রণোদনার মধ্যে আছে বিঘা প্রতি ১ জন কৃষককে ফসলের বীজ দেয়া হচ্ছে ১০ কেজি, ১০ কেজি করে এমওপি ও ১০কেজি করে ডিএপি সার। এতে ৫৫ হাজার ৬৯০ বিঘাতে সমসংখ্যক কৃষক প্রণোদনার আওতায় আসবে।

জেলার ১২টি উপজেলায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, শীতকালীন পেঁয়াজ, মুগ, মশুর, চিনাবাদাম ও মাশকলাইয়েরর জন্য ৫ কোিট ৪৮ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার উপকরণ প্রদান করা হচ্ছে। সূত্র বাসস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক মাতুূলবর রহমান জানান ইতোমধ্যে জেলা সদর, শেরপুরগাবতলী, শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলায় উপকরণ আংশিক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপকরণ বিতরণ করা হবে। আমন ধান না কাটা পর্যন্ত অনেক উপকরণ বিতরণ করা যাচ্ছে না।

কৃষি কর্মকর্তা জানান, সয়াবিনের ব্যবহার কমাতে সবচেয়ে বেশি প্রণোদনা সরিষাতে। সরিষাতে ৩৬ হাজার ৬০০ বিঘাতে প্রণোদনা দেয়া হচ্ছে। তিনি জানান, আমদািন নির্ভর সয়াবিনের উপর নির্ভরতা কমাতে সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...