ডিসেম্বর ২২, ২০২৪

রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে নিহতের পরিবার, যারমধ্যে তিন নম্বর আসামি বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি।

আজ শুক্রবার সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার রুহুল কবির খান।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ আব্দুল লতিফ (৪৬), ২। মোঃ কুরবান আলী (২৪), ৩। মাহিন (১৮), ৪। মোজাম্মেল হক কবির (৫২) ও ৫। বাঁধন (২০)।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে। ফ্ল্যাটের মালিকানা নিয়ে তিন বছর ধরে চলে আসা দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রামপুরার মহানগর প্রজেক্টে ৪ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির ওই ফ্ল্যাটে হামলা করে সন্ত্রাসীরা।

এসময় ভবন মালিকের ছেলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...