ডিসেম্বর ৩০, ২০২৪

অভিনয়ে ফের সরব হচ্ছেন আশনা হাবিব ভাবনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপে থাকায় সমালোচনার শিকার হওয়া এই অভিনেত্রী কাজে সরব হচ্ছেন।

অক্টোবরের শুরু থেকেই ফের ব্যস্ত জীবনে ফিরেছেন এই অভিনেত্রী। সামাজিকমাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সবশেষ সোমবার রাতেও কালো পোশাকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। কোনো একটি রেস্টুরেন্টে বসেই ছবিগুলো তুলেছেন তিনি।

এছাড়া নিজের বিভিন্ন চিত্রকর্মের ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, আঁকাআকিতে সময় দিচ্ছেন তিনি।

এদিকে ‘আলতাবানু জোছনা দেখেনি’ শিরোনামের সিনেমায় শরিফুল রাজ-স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মাসখানেক আগেই এসেছে সেই ঘোষণা।

এই সিনেমায় ভাবনা অভিনয় করছেন জুলেখা চরিত্রে। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য- ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনো ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান, সেটা শিল্পী হিসেবে সম্মানের। এছাড়া স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ আমার পছন্দের অভিনেতা। শুটিং সেটে তাদের সঙ্গী হওয়ার জন্য মুখিয়ে আছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...