ডিসেম্বর ২১, ২০২৪

আবার বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগান প্রেমের সম্পর্ক বাগদানে গড়িয়েছে।

কয়েক দিন আগেই প্রাক-বিবাহ অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শোভিতা। চলছে নাগা-শোভিতার বিয়ের প্রস্তুতি। এর মধ্যে আবারো আলোচনায় উঠে এলেন নাগার সাবেক স্ত্রী সামান্থা।

নাগা ও শোভিতার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় তুললেন সামান্থার ভক্ত–অনুরাগীরা। ট্রলিংয়ের শিকার হচ্ছেন নতুন এ জুটি। ক্ষোভ জানিয়েছেন তারা।

নাগা চৈতন্যের ইনস্টাগ্রাম পেজে সামান্থার সঙ্গে একটিমাত্র ছবি ছিল। ২০১৮ সালের একটি ছবি, যা ফর্মুলা ওয়ান রেসট্র্যাকে তোলা হয়েছিল। শোভিতার সঙ্গে বাগদানের পর সামান্থার সঙ্গে সব ছবিই মুছে ফেলেছিলেন নাগা চৈতন্য। কিন্তু ওই ছবিই রয়ে যায়।

এ নিয়ে অনুরাগীরা দাবি তোলেন, ‘কেনই বা একটি ছবি রেখে দিয়েছেন? নতুন জীবন যখন শুরুই করছেন, তখন এই ছবিও মুছে দিন।’

এক অনুরাগী মন্তব্য করেন, ‘আপনি তো সামান্থাকে আর ইনস্টাগ্রামে ফলো করেন না। তাহলে ওই একটা ছবি রেখে কী লাভ!’

অবশেষে সেই ছবিও মুছে ফেললেন নাগা চৈতন্য। সাবেক স্ত্রীর সঙ্গে রাখা শেষ স্মৃতিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেন তিনি।

দুই বছরের প্রেমের পর বিয়ে করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তাদের দাম্পত্য জীবন ছিল চার বছরের। একপর্যায়ে ভেঙে যায় তাদের বৈবাহিক সম্পর্ক।

নাগা চৈতন্যের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন বাবা নাগার্জুন। ছেলের বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে, তবে দিনক্ষণ জানাননি দুই পরিবারের সদস্যরা।

এক সময়ের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সাল থেকে নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে ঘর বাঁধেন এই জুটি।

চার বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের আগে নাগা চৈতন্য শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...