জানুয়ারি ১২, ২০২৫

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম। মঙ্গলবার (১৬ জুলাই) থেকে আগামি ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

মোহাম্মদ শামসুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফেব্রুয়ারি ২০২১ সালে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ যোগদান করেন এবং ১৬ জুলাই ২০২১ সাল থেকে ১৫ জুলাই ২০২৪ সাল পর্যন্ত সফল এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারই ধারাবাহিকতায় পরিচালনা পর্ষদ তাদের ২৫৬তম পর্ষদ সভার সিদ্ধান্তক্রমে তাকে এমডি হিসেবে পুনরায় নিয়োগ প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংক তার পুনঃনিয়োগ অনুমোদন করে।

প্রায় ৩৬ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ইসলাম ১৯৮৯ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে উনার কর্মজীবন শুরু করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...