জানুয়ারি ১০, ২০২৫

ফেব্রুয়ারিতে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। জলবায়ু পরিস্থিতিতে এল নিনো শক্তিশালী হওয়ায় ভূভাগ এবং জলভাগের তাপামাত্রা বাড়ায় চলতি বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন তারা। খবর দ্য গার্ডিয়ান।

বছরের সবচে ছোট এ মাসের অর্ধেকের বেশি দিন পর্যালোচনা করে দেখা গেছে চলতি মাসে এল নিনোর শক্তিশালী প্রভাবের ফলে বৈশ্বিক জলবায়ু নতুন স্তরে প্রবেশ করছে। বিশেষ করে সমুদ্র-পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের ফলে এ বছর তীব্র তাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

পৃথিবী দ্রুতগতিতে উষ্ণতার দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র-পৃষ্ঠের তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক স্তর নির্দেশ করছে। এমনটিই জানিয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের মেরিন সিস্টেম মডেলিংয়ের সহযোগী প্রধান ড. জোয়েল হিরশি। তিনি বলেছেন, ২০২৩ সালের তুলনায় চলতি বছরে গড় তাপমাত্রা ছাড়িয়ে গেছে। তবে কেন এমনটি হচ্ছে তিনি তার কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

গত বছরের মে থেকে চলতি বছরের জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসকে পৃথিবীর জন্য সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে উল্লেখ করেছেন বার্কলি আর্থ বিজ্ঞানী জেকে হাউসফাদার। তিনি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাক-শিল্প স্তরের ওপর ২ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেয়েছে যদিও এটি এল নিনোর নিম্ন পরিসংখ্যান। তবে এই পরিসংখ্যান যদি আগের মাসগুলোর ধারাবাহিকতা বজায় রাখে তাহলে উষ্ণতা বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন তিনি।

এল নিনো ক্রমেই শক্তিশালী হওয়ায় জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাবের কথা জানিয়েছেন বিশ্লেষকরা। এর ফলে বিশ্বের বেশির ভাগ দেশের শস্য উৎপাদন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...