ডিসেম্বর ২২, ২০২৪

হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। ফিরতি ফ্লাইটের প্রথম দিন রোববার মোট সাতটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন ২ হাজার ৫৮২ জন হাজী।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

বুলেটিনের তথ্য মতে, রোববার (২ জুলাই) শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৩২) স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। সর্বশেষ সাতটি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, সৌদি এয়ারলাইন্স দুটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করে।

গতকাল (রোববার) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জেদ্দা থেকে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইট ৩৩৩ জন যাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট হিসেবে ঢাকায় অবতরণ করে।

এবার বাংলাদেশ থেকে হজ করতে গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী। তাদের সৌদিতে পৌঁছে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান, সৌদি আরবের এয়ারলাইন্স সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার।

এই তিনটি এয়ারলাইনসে মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

আগামী ২ আগস্ট হাজীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...