সেপ্টেম্বর ৮, ২০২৪

নারী এশিয়া কাপের ফাইনালে উঠার ম্যাচে প্রথম সেমিফাইনালে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে ২০১৮ এর শিরোপাজয়ীরা। অন্যদিকে টুর্নামেন্টে ভারতের একমাত্র লক্ষ্য শিরোপা জয়।

ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

নারী এশিয়া কাপে ভারত অবশ্য বেশ শক্তিশালী। ২০০৪ সালে প্রথম নারী এশিয়া কাপের পর এখন পর্যন্ত প্রতিটি আসরেই ফাইনাল খেলেছে ভারত। যার মধ্যে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে কেবল একবার হেরেছে দলটি। বাকি ৭টি আসরেই শিরোপা ঘরে তুলেছে দলটি। ফের আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে গ্রুপপর্বের সবকটি ম্যাচ জিতে সেমিতে পা রেখেছে ভারত।

অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত একবার ফাইনাল খেলা বাংলাদেশ সেবার শিরোপার স্বাদ পেয়েছিল। টুর্নামেন্টে এসেছিল সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে। গ্রুপপর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পাওয়ায় বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে ফাইনালে যেতে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। হারাতে হবে শক্তিশালী ভারতকে।

যদিও সেটি বেশ কঠিনই হবে নিগার সুলতানা জ্যোতির দলের জন্য। কেননা, দু’দলের পরিসংখ্যানে স্পষ্ট দাপট ভারতের মেয়েদের। সবশেষ ৭ ম্যাচ আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল বাংলাদেশ। সেটাও ২০২৩ সালে মিরপুরে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *