নভেম্বর ২৭, ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। এবার ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষকে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে দেখা গেছে। এ মহাসড়কে তৃতীয় দিনে এসেও কোথাও যানজট কিংবা ধীরগতির খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন।

রোববার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এসব তথ্য জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। গত দুদিনের তুলনায় গাড়ির চাপ অনেক কম আজকে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে। খুব কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারছে ভোগান্তি ছাড়াই। মহাসড়ক একরকম ফাঁকা বলা চলে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজট তো দূরে থাক, যানবাহনে ন্যূনতম ধীরগতিও নেই।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রশাসনের কয়েক স্তরে পরিকল্পনা মাফিক কাজ করছে। গাড়ির চাপ কম হওয়ায় ভোগান্তিমুক্ত ঈদযাত্রা হচ্ছে মানুষের। আশা করছি ঈদ পর্যন্ত এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...