জানুয়ারি ২৩, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ (ট্রেক) আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে বিনিয়োগকারী সমাবেশ ও টেকনিকাল অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) ফটিকছড়িতে প্রতিষ্ঠানটির উপশাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বিনিয়োগকারী সমাবেশ ও টেকনিকাল এনালাইসিস প্রশিক্ষণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্পোরেট শাখার সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেট শাখার হেড অব কমপ্লাইয়েন্স মোহাম্মদ শাহীন, হেড অব পাবলিকেশন্স আরিফ আহমেদ, হেড অব টেকনিক্যাল এনানাইসিস মহিউদ্দিন জনি, হাটহাজারি শাখার ইনচার্জ সিরাজুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিনিয়োগকারীগণ। অতিথিবৃন্দ পুজিঁবাজারের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মহিউদ্দিন জনি টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বিনিয়োগকারীদের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...