জানুয়ারি ২২, ২০২৫

সাম্প্রতিককালে সফল সিনেমাগুলোর আয়ের রেকর্ড ভেঙেছে প্রিয়তমা। এই সাফল্য উদযাপন করছেন সিনেমাসংশ্লিষ্টরা। এ পরিপ্রেক্ষিতেই হিমেল আশরাফকে ব্রান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক।

গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র সাফল্যে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফকে গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক।

একটি শো রুমে সাদা রঙের গাড়ির ছবি পোস্ট করে হিমেল ফেসবুকে লিখেছেন: ‘‘প্রিয়তমা’র সাফল্যে আমাকে নতুন গাড়ি উপহার দেয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। এ প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোট ভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে সিনেমাটি ম্যাসিভ হিট হয়েছে। এতোটা অভাবনীয় সাফল্য পাবো ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওরও কাজে আসবে। তাই গাড়িটি উপহার দেয়া।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...