সেপ্টেম্বর ৮, ২০২৪

আগামীকাল উৎসব হবে কোথায় ইতিহাদ নাকি এমিরেটসে? ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এবার শিরোপার নিষ্পত্তি বাকি আছে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে। কাল মৌসুমের শেষদিনে হবে প্রিমিয়ার লিগের শিরোপার ফয়সালা।

ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামের পাশাপাশি আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামেও ট্রফি প্রস্তুত রাখতে হবে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে। কারণ দুদলেরই সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। শেষ রাউন্ডের আগে শীর্ষ দুইয়ে থাকা ম্যানসিটি ও আর্সেনালের সংগ্রহ যথাক্রমে ৮৮ ও ৮৬ পয়েন্ট।

আগামীকাল শেষ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে জিতলেই প্রথম দল হিসাবে প্রিমিয়ার লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়বে সিটি। আর সিটি যদি হোঁচট খায় সেক্ষেত্রে এভারটনের বিপক্ষে জিতলে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।

শিরোপা-ভাগ্য নিজেদের হাতে থাকলেও শেষ ম্যাচের প্রবল চাপ নিয়ে শিষ্যদের সতর্ক করে দিলেন সিটি কোচ পেপ গার্দিওলা, ‘আমাদের হারানোর জন্য সবকিছুই করবে ওয়েস্ট হাম। দুই মৌসুম আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচে একই পরিস্থিতিতে ছিলাম আমরা। ওই ম্যাচে তাদের পাওয়ার কিছু ছিল না। তারপরও হারতে হারতে জিতেছিলাম আমরা। এবারও কাজটা সহজ হবে না। ভোগান্তির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

ওয়েস্ট হাম কোচ ডেভিড ময়েসের অধীনে একসময় খেলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শেষের সমীকরণ মেলাতে গুরুর দিকেই তাকিয়ে আর্তেতা, ‘আমাদের জিততেই হবে। তারপর আশা করি, ওয়েস্ট হাম আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে।’

প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ১০টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *