জানুয়ারি ১০, ২০২৫

 বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ প্রার্থিতা বাতিল বহাল রেখেছে আপিল বিভাগ।

তবে, গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বহাল থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

এদিকে, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল শুনানিতে এক সপ্তাহ সময় চেয়েছেন এ কে আজাদের আইনজীবী। এই বিষয়ে শুনানি এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হকের প্রার্থীতা বৈধ থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ

এদিকে, ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। অন্যদিকে, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল, পার্বত্য খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমির দত্ত চাকমার প্রার্থিতা বৈধ বলেছে আপিল বিভাগ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...