জানুয়ারি ৫, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ এ এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৩ অর্জন করেছে।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং কার্ডস ও এডিসির প্রধান মাসুদুল হক ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। গ্রাহকদের সর্বোত্তম আর্থিক পরিষেবা প্রদানে, আমাদের অঙ্গীকারের প্রমাণস্বরূপ এই স্বীকৃতি বলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ, বাংলাদেশ ব্যাংকের – পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মোঃ শরাফত উল্লাহ্ খান, পরিচালক মোঃ মোতাসেম বিল্লাাহ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক মোঃ সারোয়ার হোসেন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...