জানুয়ারি ১১, ২০২৫

প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির রুটিন দায়িত্বে থাকা অধ্যক্ষ মিজানুর রহমান সাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম প্রভাতির সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মাকসুদা আক্তার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধিও।

মঙ্গলবার থেকে মাকসুদা আক্তারকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা উল্লেখ করে অধ্যক্ষ সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তিনি চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গ করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...