জানুয়ারি ২২, ২০২৫

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনই জনগণের চাওয়া। অতি দ্রুত সংস্কার শেষ করার আবারও তাগিদ দেন মির্জা আব্বাস।

বিগত পনের ষোল বছরে প্রতিবার বিজয় দিবস এলেও বিএনপির জন্য এবারের বিজয় দিবসটি সম্পুর্ণ ভিন্ন আমেজের। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কোন ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ছাড়াই দিবসটি পালন করছে বিএনপি।

সকালে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতি সৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় ছিল । শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাৎক্ষনিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল ছাড়েন তিনি। পরে, বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে জিয়ার মাজার প্রাঙ্গণ।

মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে শহিদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। জানাXন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া। তিনি বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...