ডিসেম্বর ২৭, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ড চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর)‌ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।‌ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ০৩২০ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.০৩২৮ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ২৪ পয়সা। ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ০০৬২ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.০৫০৮ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ০৩ পয়সা।এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ০.০৮৪৪ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.২৭৮৫ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ০.০৮০৩ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.৪৯০ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ৫১ পয়সা।এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ০.০৪৫১ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.০১৭৪ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ১৩ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...