সেপ্টেম্বর ১৭, ২০২৪

প্রতি ডিমের মূল্য সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে সেপ্টেম্বর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৷

একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে, যদি এরপরও দাম নিয়ন্ত্রণে না আসে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

এ ছাড়া আলু, পেঁয়াজ, চিনি, সয়াবিন তেলের দামও নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তেল লিটারে ৫ টাকা কমানো হয়েছে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘এ মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল-ডাল, তেল-চিনিসহ অনান্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে৷ প্রতি মাসেই এ কার্যক্রম পরিচালনা করে টিসিবি৷ যারা এই সুবিধা পাওয়ার যোগ্য তাদের হাতেই পণ্য দিতে হবে৷ সামনে যেহেতু ডিজিটাল কার্ড সরবরাহ করা হবে তাই এ বিষয় নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না৷’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *