নভেম্বর ১৩, ২০২৪

পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে অনুমোদন পেয়েছে ডিজিইপে সার্ভিসেস লিমিটেড। `ডিজি ই-পে’ ব্র্যান্ড নামে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করবে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

‘বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশন-২০১৪’ অনুসারে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, কোনো প্রতিষ্ঠান নিজেরা অনলাইনে পেমেন্ট ব্যবস্থা চালু করতে পারে না। এক্ষেত্রে তাদের একটি পিএসও প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এখন থেকে ডিজিইপে সার্ভিসেস এই কাজটি করতে পারবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...