ডিসেম্বর ২৮, ২০২৪

বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ব্যাপক ছাড়ে পণ্য পাওয়ার ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে মানুষ। হাজার হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা অনেক ই-কমার্স। গত দুই বছরেও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ এখনও পরিশোধ হয়নি। ১১টি ই-কমার্সের ব্যাংক হিসাবে ১৩৬ কোটি টাকা থাকলেও তা ফেরত দেয়ার কোনো উদ্যোগ নেই। ফলে জালিয়াতি করে যারা পালিয়েছেন, তাদের সম্পদ বিক্রি বা অন্য উপায়ে অর্থ উদ্ধারে কোনো উদ্যোগ নেয়া হবে কিনা তা নিয়ে বেড়েছে অনিশ্চয়তা।

তথ্য অনুযায়ী, সাতটি পেমেন্ট গেটওয়েতে ২০ ই-কমার্স প্রতিষ্ঠানের আটকে ছিল ৫৪৬ কোটি টাকা। এ অর্থের পাওনাদার ছিলেন ৫১ হাজার ৮৪১ জন। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গত দুই বছরে ১৪টি প্রতিষ্ঠানের ৩৮১ কোটি টাকা ফেরত পেয়েছেন গ্রাহক। ৫৭ হাজার ১৩৮টি লেনদেনর বিপরীতে এ অর্থ দেয়া হয়। এর বিপরীতে চার্জব্যাক বাবদ গেছে প্রায় ১০ কোটি টাকা। এর বাইরে আরও ১৫৩ কোটি টাকা আটকে আছে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে। তবে গ্রাহকের তালিকা না পাওয়ায় তা ফেরত দিতে পারছে না মন্ত্রণালয়। মূলত প্রতিষ্ঠান বন্ধ করে গা-ঢাকা, মালিক জেলে আটক কিংবা দেশের বাইরে পালিয়ে যাওয়ায় তালিকা দেয়ার মতো কেউ নেই। পণ্যের অর্ডার দিয়ে পেমেন্ট গেটওয়ের হিসাবে স্থানান্তরের আগেই এ অর্থ আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। এর বাইরে বিভিন্ন ই-কমার্সের ব্যাংক হিসাবে রয়েছে মাত্র ১৩৬ কোটি টাকা। এর মধ্যে আলোচিত ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের ছয়টি অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪৭ লাখ টাকা।

জানা গেছে, বর্তমানে পাঁচটি পেমেন্ট গেটওয়েতে ১৪টি প্রতিষ্ঠানের গ্রাহকের টাকা আটকে আছে। এর মধ্যে ফস্টার করপোরেশনের কাছে রয়েছে ৭৭ কোটি ৩১ লাখ টাকা। এই অর্থের সবই অস্বাভাবিক ছাড়ে বাইক বিক্রির কারণে আলোচনায় আসা কিউকমের। এ ছাড়া সফটওয়্যার শপে ৫২ কোটি ৫৯ লাখ, এমএফএসের সেবাদাতা প্রতিষ্ঠান নগদে ১৮ কোটি ৮৬ লাখ, সূর্যমুখী লিমিটেডে ১৪ কোটি ৭ লাখ এবং আমারপেতে ৩৮ হাজার ৪৪৬ টাকা আটকে আছে। পেমেন্ট গেটওয়ে থেকে উপযুক্ত প্রমাণসহ গ্রাহকের তালিকা পেলেই এসব অর্থ ছাড়া হবে।

এদিকে সাধারণভাবে পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধের কথা। তবে ২০২১ সালের মাঝামাঝি জালিয়াতির বিষয়টি সামনে আসার আগ পর্যন্ত এসব প্রতিষ্ঠান ব্যাপক ছাড়ের লোভ দেখিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছিল। প্রতিষ্ঠানগুলো অর্ধেক বা তারও কম দামে প্রতিনিয়ত কিছু মানুষকে পণ্য দেওয়ার অফার করত। যে কারণে নতুন নতুন অনেকে সম্পৃক্ত হন এতে। এমনকি ব্যাংক, সঞ্চয়পত্র, শেয়ারবাজার বা অন্য জায়গা থেকে জমানো টাকা তুলে বিনিয়োগ করেন অনেকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...