ডিসেম্বর ২৩, ২০২৪

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং টিমের বাস। বুধবার (৩১ মে) তেলেঙ্গানায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, একটি বাসে করে যাচ্ছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং টিমের সদস্যরা। এসময় তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে সিনেমার টিমকে বহনকারী বাসের।

ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সিনেমার নায়ক আল্লু অর্জুন নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এই দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সিনেমাটির নির্মাতারা।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। জানা গেছে ২০২৪ সালে মুক্তি পেতে পারে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। ছবিটির বাজেট থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...