জানুয়ারি ৮, ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, পুলিশের স্থাপনায় হামলা এবং পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। আজ বুধবার (১ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হারুন বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের সামনে দুটি পথ খোলা আছে। হয় আত্মসমর্পণ, না হলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে। এজাহারনামীয় সব আসামিকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাসকে ৫ দিন, আলালকে ১০ দিন এবং সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। আব্বাসকে শাহজাহানপুর থানার মামলায়, আলালকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: বিএনপি সরকারি স্থাপনায় হামলা করেছে: হারুন

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশকে পিটিয়ে জখম করে বিএনপিরকর্মীরা। সরকারি স্থাপনায় হামলা, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...