জানুয়ারি ২, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি। গ্রেফতাররা হলেন: শামীম রেজা ও মো. সুলতান।

ডিএমপি কমিশনার জানান, শামীম রেজা পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে নিহত হন আমিরুল ইসলাম পারভেজ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে তিনি।

শনিবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...