জানুয়ারি ১১, ২০২৫

অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩০ অটোরিকশা চালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ মে) মিরপুর ও পল্লবী থানার পৃথক দুই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল ইসলাম ও মোঃ শাকিল আহাম্মদের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের কারাগারে পাঠান।

মিরপুর থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন- অনিক, মোঃআবু বক্কর, মোঃ আলী হোসেন, মোঃ সাগর মৃধা, মোঃ সাহর শেখ, মোঃ বকুল হোসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃমাজেদ আলী, মোঃমোতাহার হোসেন, মোঃ দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, মোঃ সাহাবুদ্দিন, রুহুল আমিন, মোঃ জুনায়েদ ও মোঃ জাকির হোসেন। এদের মধ্যে এজাহারনামীয় আসামি।

এছাড়া পল্লবী থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন- রানা চৌধুরী, মোঃ রাসেল, জাকির হোসেন, মোঃ মেহেদী হাসান, জালাল শরীফ, মোঃ আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, মোঃ শাহাজাহান মিয়া, মোঃ রাসেল, মোঃ ওয়াজিব, আনোয়ার হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ সুমন, নূর মোহাম্মদ ও শরিফ।

মামলা দুটির অভিযোগে গতকাল রোববার অটোরিকশা শ্রমিকদের আন্দোলন চলাকালে যানবাহন ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, রোববার (১৯ মে) আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় অটো রিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...