জানুয়ারি ২২, ২০২৫

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর ডেমরা এলাকায় সড়ক অবরোধ করা রিকশাচালকদের সরিয়ে দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডেমরা এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন রিকশাচালকরা। তাদের একাধিকবার বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। এতে ব্যর্থ হলে এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে অ্যাকশনে যাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের লক্ষ্য করে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের কারণে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা এক পর্যায়ে রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয়।

সোমবার (২০ মে) ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ডেমরা এলাকায় বিক্ষিপ্ত ভাবে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করেছিল। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...