জানুয়ারি ২২, ২০২৫

টানা আড়াই ঘণ্টা চেষ্টার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি স্টোর রুমে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেলাল উদ্দিন।

বেলাল উদ্দিন বলেন, হাসপাতালের অভ্যন্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কিছু ধোয়া এখনো আছে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আমরা সকাল ৯টা ৩ মিনিটে আগুনের খবর পাই। ৯টা ৬ মিনিটে এসে কাজ শুরু করি। সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের সামনের গাছতলায় থাকা রোগী মজিবুর রহমান বলেন, মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরেছি। সকাল সোয়া ৯টার দিকে দোতলা থেকে চারতলা হঠাৎ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হাজার হাজার মানুষ নিচে নামতে দৌড়াদৌড়ি শুরু করেন। আমার ছেলে রোগী, তার মুখ বেঁধে ধোয়ার মধ্য থেকে অনেক ঝুঁকি নিয়ে বেরিয়েছি।

হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, আগুনের কারণে মালামাল পুড়লেও কোনো রোগী ক্ষতিগ্রস্ত হননি। তবে আতঙ্কে কেউ মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...