ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এই আসনটির নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তবে ভোটের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম উরফে হিরো আলম। তিনি পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

রোববার (২৩ জুলাই) ইসিতে যান হিরো আলম।

হিরো আলম সাংবাদিকদের বলেন, ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। এই ভিডিও ও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।

ইসিতে আপিল খারিজ করলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাবো। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়বো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...