জানুয়ারি ২২, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীরা হলো রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার, হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার কিশোরী উপজেলার হোড়গাঁও এলাকায় একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনজন গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসলে নামে তিন স্কুলছাত্রী। পরে তিনজনই পানিতে ডুবে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...