জানুয়ারি ২৩, ২০২৫

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলবার (৭ মার্চ) রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।

এ কারণে বুধবার সরকারি-বেসারকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসাথে পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।

আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...