ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, সমন্বিত তদন্ত কমিটিকে পরিষ্কার করে বলেছি, বিএসইসির পক্ষ থেকে কোনো ধরনের প্রভাবিত করার চেষ্টা করা হবে না। তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করবে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিএসইসির সমন্বিত অনুসন্ধান ও তদন্ত কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, তাড়াহুড়ো করে কোনো কাঁচা কাজ করা হবে না। আমরা তদন্ত কমিটির কাছে প্রমাণসহ পুঁজিবাজারের অনিয়মের চিত্র চাই। তাই এখানে বিভিন্ন খাতের বহু বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের এই তদন্ত কমিটিতে রাখা হয়েছে। গণমাধ্যমে উঠে আসা আলোচিত বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু করবে তদন্ত কমিটি। শুরুতে ১২টি কোম্পানি নিয়ে তদন্ত শুরু হবে। এরপরে ধারাবাহিকভাবে অন্যসব কোম্পানি নিয়ে তদন্ত করা হবে। এক্ষেত্রে সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, শেয়ারবাজার সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই কমিশন গঠনের ১১ দিনের মাথায় আমরা এসব সিধান্ত নিয়েছি। ভবিষ্যতে আরও অনেক কাজ করব এটাই স্পষ্ট বার্তা। সবার কাছে শেয়ারবাজারকে আস্থার জায়গা করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...