নভেম্বর ২৩, ২০২৪

তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে তার উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি দুটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। এর একটি মার্চেন্ট ব্যাংক, অন্যটি ব্রোকারহাউজ।

বর্তমানে পুঁজিবাজারে ব্যাংকটির বিনিয়োগ থাকলেও সরাসরি সেবা দেয়ার মত কোনো মধ্যবর্তী প্রতিষ্ঠান নেই। ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পেলে বাজারে ব্যাংকটির কার্যক্রম বাড়বে। এছাড়া ব্যাংকটি একটি ডিজিটাল ব্যাংকের জন্যও বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডাচ-বাংলা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ডাচ-বাংলা ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এর নাম হবে- ডাচ-বাংলা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এটি ব্যাংকটির শতভাগ মালিকানাধীন। এর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

ডাচ-বাংলা ব্যাংক একটি মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করবে, যার নাম হবে ‘ডাচ-বাংলা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা।

অন্যদিকে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক ‘ডিজি১০ ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য যে কনসোর্টিয়াম গঠন করছে, ডাচ-বাংলা ব্যাংক তাতে যোগ দেবে। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ যোগান দেবে ডাচ-বাংলা ব্যাংক, যার পরিমাণ হবে ১২ কোটি ৫০ লাখ টাকা।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...