জানুয়ারি ২২, ২০২৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শাহ খারওয়ার। বুধবার লাহোরে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শাহ খাওয়ারকে দায়িত্ব গ্রহণকালে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ কর্মকর্তা-কর্মচারীরা।

শাহ খাওয়ার পাকিস্তান ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

পিসিবি প্রধানের বর্তমান মনোনীত প্রার্থী মহসিন নকভি গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন। শিগগিরই বোর্ড অব গভর্নর গঠনের ঘোষণা দেওয়া হবে।

পিসিবির অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শাহ খাওয়ার বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় পিসিবির পৃষ্ঠপোষক আনোয়ার-উল-হক কাকারকে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রাথমিক দায়িত্ব হবে পিসিবি চেয়ারম্যানের নির্বাচন অবাধ ও স্বচ্ছভাবে করা।

শাহ খাওয়ার এখন পিসিবি নির্বাচন তদারকি করবেন। নকভি চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচিত হলে তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এক মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...