সেপ্টেম্বর ৮, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। তিনি আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সংঘবিধির অনুচ্ছেদ-৬ (ই) এবং অনুচ্ছেদ ৫২ তে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড. এম খায়রুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। পুঁজিবাজারে ২০১০ সালে তাঁকে বিএসইসির তত্কালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে সরকার। পরবর্তীতে আরেক দফা তার মেয়াদ বাড়ানো হয়। তিনি ২০২০ সালের ১৪ মে তার মেয়াদ শেষ করে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। পরে সেখান থেকেই অবসর গ্রহণ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *