পিএসজিতে প্রায় ১০ বছর কাটিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। তাদের এই অবিচ্ছেদ্য সম্পর্ক আরও বাড়বে, সেটি অনুমিত ছিল, তবে সেই চুক্তি হচ্ছিল না অনেকদিন। অবশেষে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে প্যারিসের ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ পর্যন্ত তিনি ফরাসি জায়ান্ট ক্লাবটিতে থাকবেন। আরেক ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার পিএসজি ছাড়ার পর থেকে ২৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে অনেক ম্যাচেই অধিনায়কত্ব করতে দেখা গেছে।
এক বিজ্ঞপ্তিতে পিএসজি জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মার্কিনিয়োসের সঙ্গে চুক্তির নতুন মেয়াদ বাড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এই ডিফেন্ডার এবং রুজ ও ব্লু একত্রে তাদের দুঃসাহসিক অভিযান চালিয়ে যাবে।’
নতুন করে এই ডিফেন্ডারের চুক্তির নবায়নে প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেছেন, ‘মার্কিনিয়োস পিএসজি পরিবারের সঙ্গে মেয়াদ বাড়ানোয় আমরা খুব খুশি। আমার মনে আছে যখন সে এখানে এসেছিলেন, তখন তার বয়স ছিল ১৯ বছর। প্রথম দিন থেকেই নিজেকে উৎসর্গ করে তিনি বিজয়ী মনোভাব দেখিয়েছেন। সবসময় প্যারিসিয়ানদের জন্য লড়াই করেছেন তিনি। তার ফুটবল প্রতিভা, অভিজ্ঞতা এবং ক্লাবের প্রতি দায়বদ্ধতা অন্যরকম। আমি জানি পিএসজিতে মার্কিনিয়োসের যাত্রা অব্যাহত থাকায় আমরা একত্রে আরও অনেক সাফল্য পাব।’
স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের ক্লাবে থাকতে পেরে মার্কিনিয়োসও বেশ উৎফুল্ল, ‘চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এটা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত। প্যারিস সেন্ট জার্মেই সবসময় আমার ওপর আস্থা দেখিয়েছে এবং এই ক্লাবের প্রতিও আমার অনেক বিশ্বাস আছে। আগামী বছরগুলোতে আমরা একত্রে আরও দারুণ কিছু অর্জন করব।’
২০১৩ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার ওপর সন্তুষ্ট থাকায় সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে তার সঙ্গে নতুন চুক্তি করে ক্লাবটি। সেই চুক্তিটি ২০২৪ সালের গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তার আগেই চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিলেন মার্কিনিয়োস।