জানুয়ারি ১, ২০২৫

ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনাছড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার রাত ৯টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় মাটি ধসে পরলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

তিনি বলেন, বৃষ্টিতে দিঘীনালা-সাজেক সড়কের বড়ইতলি এলাকার শুকনাছড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...