ডিসেম্বর ২৮, ২০২৪

পূজা মণ্ডপে দেব-দেবীর সামনে বসে আছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। তার পরনে শাড়ি, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কপালে টিপ, মুখে হাসি। ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন পার্নো। তার একটিতে এমন লুকে দেখা যায় তাকে।

দুর্গাপূজার সময়ে এমন সাজে ক্যামেরাবন্দি হন পার্নো। তার এসব ছবি দেখে অনেকেই প্রশংসা করছেন। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ কখনো কটাক্ষ, কখনো ‘নোংরা’ মন্তব্য করছেন। প্রান্ত হালদার লিখেছেন, ‘যারা অভিনয় করে তাদের আবার লজ্জা আছে না কি।’ কিংশুক ঘোষ লিখেছেন, ‘ক্লিভেজ না দেখালে কি আধুনিক হওয়া যায় না?’

এ ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন পার্নো মিত্র

প্রীতম ঘোষ লিখেছেন, ‘শরীরটা না থাকলে যে কি হতো!’ অপূর্ব দত্ত লিখেছেন, ‘পূজার মধ্যেও এ রকম ফ্যাশনে আসা লাগে?’ তা ছাড়াও এমন অনেক মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি পার্নো।

‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পার্নো মিত্রর। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন পার্নো। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...