ডিসেম্বর ২৮, ২০২৪

পান রপ্তানিতে সরকার নগদ সহায়তা দিচ্ছে। তবে এ প্রণোদনার আবেদনপত্রের সঙ্গে এখন থেকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির সনদপত্র জমা দিতে হবে। রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারটি বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, কৃষিপণ্য হিসেবে পান রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির ইস্যু করা সনদপত্র দাখিল করতে হবে। বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি শুধু তাদের সদস্যদের সনদপত্র ইস্যু করতে পারবে।

সার্কুলারটি জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এ খাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে বলা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...