ডিসেম্বর ২৪, ২০২৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই দুই শিক্ষার্থী আগরপুর দাসপাড়া আল ইসরা মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। নিহতদের মধ্যে আশা মনি (১১) আগরপুর দাসপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে এবং মোবাশ্বিরা (১০) বড়কান্দা গ্রামের মাওলানা মোকাররম হোসেনের মেয়ে। দু’জনই আল ইসরা মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন। দুপুর ২টার দিকে মাদ্রাসার ৬-৭জন শিক্ষার্থী পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে দুই ছাত্রীই পানিতে তলিয়ে যায়।

স্থানীয় দাসপাড়া গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, সহপাঠী শিক্ষার্থীদের চিৎকার শুনে পুকুরের পানিতে ডুব দিয়ে প্রথমে মোবাশ্বিরার লাশ উত্তোলন করি। পরে জানতে পারি আরও এক শিক্ষার্থী পানিতে তলিয়ে গেছে। পরে আশা মনির লাশ উত্তোলন করি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহান দুই শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...