জানুয়ারি ১১, ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ রুটে গতকাল সোমবার রাত ১২টা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।

পাটুরয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীরা ঘাট এলাকায় এসে তীব্র শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের এজিএম আব্দুস সালাম বলেন, ‘সোমবার রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌ পথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...