সেপ্টেম্বর ১৮, ২০২৪

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরম্যান্স বোর্ডকে নতুন করে ভাবায়। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনারের ছোঁয়ায় দারুণ উন্নতি করেছেন রিশাদ। কাজে সন্তুষ্ট হয়ে মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি কিংবদন্তি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তি করে ফেলায় হতাশ হতে হয় বিসিবিকে।

গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন মুশতাক আহমেদ। পাকিস্তানি এই লেগ স্পিন কিংবদন্তির সঙ্গে চুক্তির মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হলেও দীর্ঘ মেয়াদে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল বিসিবি। কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন করে চুক্তি করলে সে সম্ভাবনায় গুড়েবালি তো পড়েই, পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে আজ বুধবার (৩১ জুলাই) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস আশার খবর শোনালেন। তিনি জানান, আগামী মাসে পাকিস্তান সফরে মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ। বিসিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)।’

তবে এরপর এ বছরের বাই সিরিজগুলোয় আর এই কিংবদন্তিকে পাওয়া যাবে না বলেও জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *