ডিসেম্বর ২৮, ২০২৪

বৃষ্টির কথা মাথায় রেখেই ভারত-পাকিস্তান ম্যাচে যোগ করা হয়েছিল রিজার্ভ ডে। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে হয়েছে। বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতে গড়িয়েছে হাইভোল্টেজ এই ম্যাচটি।

রবিবার বৃষ্টির আগে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করেছিল ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ ও লোকেশ রাহুল ১৭ রান করে অপরাজিত আছেন। রিজার্ভ ডের দিনেও বৃষ্টি হানা দিয়েছে কলম্বোতে। এখন বৃষ্টি না হলেও ভেজা মাঠের কারণে ম্যাচ শুরু হতে পারেনি নির্ধারিত সময়ে। যদিও বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হয়।

অবশ্য মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে আর বোলিং করতে পারবেন না পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। তিনি সাইড স্ট্রেইনের চোটে ছিটকে গেছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ মরনে মরকেল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...