পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বুধবার এ হামলার ঘটনা ঘটে। খবর: আবর নিউজ
হামলার বিষয়টি নিশ্চিত করে বেলুচিস্তানের সরকারি কমিশনার সাঈদ আহমেদ উমরানি বলেন, হামলাকারীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালিয়েছে যেখানে সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর কার্যালয় রয়েছে। সন্ত্রাসীরা প্রথমে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কমপ্লেক্সের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় সামরিক বাহিনীর এক সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে উমরানি জানান, হামলায় সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হামলার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, যারা সহিংসতার পথ বেছে নেবে, তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।
এদিকে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, বিএলএর সদস্যরা গোয়াদর বন্দরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছেন।